কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের দুই দিন পর জরি মিয়া (৮০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখোলা গ্রামের ইটাছড়া খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ইউনিয়নের পূর্ব মাধবপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে ওষুধ আনতে স্থানীয় বাজারে যান। এরপর আর বাড়ি ফেরেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। দুই দিন পর গতকাল শনিবার সন্ধ্যায় ইটাছড়া খালে তাঁর ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলীম আজকের পত্রিকাকে বলেন, জরি মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিখোঁজের দুই দিন পর একটি ছড়া থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।