শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার ফিশারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, বাসটি অতিরিক্ত গতিতে চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ফিশারী এলাকায় সিলেটগামী শ্যামলী পরিবহনের বাসটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ খাদে পড়া বাসটি উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান কামাল দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।