হোম > সারা দেশ > সিলেট

সিলেট-৬ আসনে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদেই ভরসা আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নির্বাচনী আসন থেকে এবারও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ রোববার বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষিত মনোনয়নের তালিকা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

এদিকে, গতকাল শনিবার রাত থেকে গুজন উঠে এবারও সিলেট-৬ আসনে নৌকার মাঝি হবেন নুরুল ইসলাম নাহিদ। ঠিক যেন তেমনটাই সত্য হলো। 

তবে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার দৌড়ে শক্ত অবস্থানে ছিলেন কানাডা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন। গত ২০১৮ সালের নির্বাচনেও নুরুল ইসলাম নাহিদের শক্ত প্রতিপক্ষ ছিলেন সরওয়ার হোসেন। সেবারও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। এবারও মনোনয়নবঞ্চিত হলেন সরওয়ার হোসেন।   

উল্লেখ্য, নুরুল ইসলাম নাহিদ ছাড়াও সিলেট-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন আরও কয়েকজন। আওয়ামী লীগের মনোনয়ন পেতে তাঁরা মনোনয়ন ফরম কিনে জমা দেন। 

তাঁরা হলেন কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির চৌধুরী শাফি, গোলাপগঞ্জ পৌরসভার প্রতিষ্ঠাতা সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা মো. জাকির হোসেন, আফসার খান সাদেক, মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, জুলিয়ান চৌধুরী রাহী, সামছুল ইসলাম বাচ্চু, আবুল কালাম মোহাম্মদ, শামসুজ্জামান, মো. মোদাব্বির হোসেন।

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

সেকশন