Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

হারানো বিড়ালের অপেক্ষায় দেড় মাস ধরে তাহিরপুরে জার্মান নারী

রাজন চন্দ, তাহিরপুর (সুনামগঞ্জ)

হারানো বিড়ালের অপেক্ষায় দেড় মাস ধরে তাহিরপুরে জার্মান নারী

দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইটখ্যাত তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর। সম্প্রতি এই হাওর ভ্রমণে আসেন জার্মান নারী জুলিয়া। সঙ্গে ছিল প্রিয় পোষা বিড়াল লিও। দিনভর হাওরে ঘোরাঘুরি শেষে উপজেলা সদরে ফেরার পথে তাহিরপুর বাজারসংলগ্ন মেশিনবাড়ি ট্রলার ঘাট থেকে বিড়ালটি হারিয়ে যায়। এরপর কেটে গেছে দেড় মাস। 

প্রিয় বিড়ালের খোঁজে তাহিরপুরেই অবস্থান করছেন এই বিদেশিনী। তাঁর আশা, লিও ফিরে আসবে। পোষা বিড়ালের প্রতি এমন দরদ দেখে অবাক স্থানীয় মানুষেরা। 

হাওরে সঙ্গে করে নিয়ে ঘুরতে গিয়ে বিড়ালটি হারিয়ে ফেলেন জুলিয়াস্থানীয়রা জানান, দেড় মাস আগে হাওরে ঘুরতে আসেন জুলিয়া ওয়াসিমান। তিনি বাংলায় কথা বলতে পারেন। বিড়ালটি হারিয়ে যাওয়ার পর আর এলাকা ছাড়েননি। বিড়ালটি ফিরে পাওয়ার আশায় তাহিরপুরেই একজনের বাড়িতে অবস্থান করছেন। বিড়ালের সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করিয়েছেন। 

মাইকে লিও ও জুলিয়ার কথোপকথন প্রচার করা হয়েছে, যেন তা শুনে মনিবের কণ্ঠস্বর চিনতে পারে বিড়ালটি। এ ছাড়া কেউ লিওর সন্ধান দিতে পারলে পুরস্কৃত করারও ঘোষণা দেওয়া হয়েছে। 

হাওরে সঙ্গে করে নিয়ে ঘুরতে গিয়ে বিড়ালটি হারিয়ে ফেলেন জুলিয়াতাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন বলেন, ‘পোষা বিড়ালের প্রতি জার্মান নারীর এমন ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আমরাও বিড়ালটি খোঁজার চেষ্টা করছি।’ 

এ ব্যাপারে জানতে চাইলে তাহিরপুর থানার ওসি আবদুল লতিফ তরফদার বলেন, ‘জার্মান নারীর পোষা প্রাণী হারিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।’

এমসি কলেজের টিলায় আগুন, পুড়ল গাছপালা

শাবিপ্রবির গবেষণা: ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম

মাদক সেবনকালে আ.লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

চর কেটে মাটি বিক্রি, অভিযানে ৩ ট্রাক জব্দ

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সংস্কার হয়নি সড়ক, ফসল ডোবার শঙ্কা

মূল্যতালিকা প্রদর্শন না করায় জরিমানা, ক্যাব সভাপতির বাসায় হামলা

সিলেটে গাছ সুরক্ষায় মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি শুরু