দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইটখ্যাত তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর। সম্প্রতি এই হাওর ভ্রমণে আসেন জার্মান নারী জুলিয়া। সঙ্গে ছিল প্রিয় পোষা বিড়াল লিও। দিনভর হাওরে ঘোরাঘুরি শেষে উপজেলা সদরে ফেরার পথে তাহিরপুর বাজারসংলগ্ন মেশিনবাড়ি ট্রলার ঘাট থেকে বিড়ালটি হারিয়ে যায়। এরপর কেটে গেছে দেড় মাস।
প্রিয় বিড়ালের খোঁজে তাহিরপুরেই অবস্থান করছেন এই বিদেশিনী। তাঁর আশা, লিও ফিরে আসবে। পোষা বিড়ালের প্রতি এমন দরদ দেখে অবাক স্থানীয় মানুষেরা।
মাইকে লিও ও জুলিয়ার কথোপকথন প্রচার করা হয়েছে, যেন তা শুনে মনিবের কণ্ঠস্বর চিনতে পারে বিড়ালটি। এ ছাড়া কেউ লিওর সন্ধান দিতে পারলে পুরস্কৃত করারও ঘোষণা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে তাহিরপুর থানার ওসি আবদুল লতিফ তরফদার বলেন, ‘জার্মান নারীর পোষা প্রাণী হারিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।’