Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

গোয়াইনঘাটে বাড়ছে পানি, আবার বন্যার শঙ্কা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

গোয়াইনঘাটে বাড়ছে পানি, আবার বন্যার শঙ্কা

কয়েক দিন আগেও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ছিল সিলেটের গোয়াইনঘাটের জনজীবন। পানি কমার পর রাস্তাঘাট ও ঘরবাড়ির ক্ষতচিহ্ন ভেসে ওঠে। সেসব বাড়িঘর মেরামতের কাজ করা হচ্ছিল। সেই ধকল কাটিয়ে না উঠতেই এলাকায় আবার পানি উঠতে শুরু করেছে। তাতে নিম্নাঞ্চলের মানুষের মধ্যে নতুন করে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে।

গত বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি আবারও বাড়ছে। উপজেলার ডাউকি, সারী ও পিয়াইন নদীর পানি ধীরে ধীরে বাড়ছে। রাস্তায় পানি উঠে যাওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। যদিও এখনো নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সদর ইউনিয়নের বাসিন্দা শরীফ উদ্দিন বলেন, ‘গত বন্যা মানুষের অনেক ক্ষতি করে গেছে। আবারও বন্যার আশঙ্কা করা হচ্ছে। টানা বৃষ্টির কারণে রাস্তাঘাটে পানি উঠে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাসা থেকে বের হওয়া যাচ্ছে না।’

গোয়াইনঘাট-রাধানগর-জাফলং সড়কে বন্যার পানি। ছবি: আজকের পত্রিকাএ ব্যাপারে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গোয়াইনঘাটে নতুন করে আবার পানি উঠতে শুরু করেছে। নিম্নাঞ্চলের মানুষকে আগে থেকেই সতর্ক করা হচ্ছে। সবাইকে নদীপথে চলাচল করতে অনুরোধ করা হচ্ছে। এ ক্ষেত্রে সুরক্ষার জন্য ৫৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

সুনামগঞ্জের লামাকাজি সেতুর টোল আদায় বন্ধের দাবি

হকারকে তুলে নিয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার

সালিসে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ৪

শেখ হাসিনার বিচার এক-দেড় মাসের মধ্যেই শুরু হবে: চিফ প্রসিকিউটর

হাওরের ফসল রক্ষা বাঁধ: সময় শেষ, কাজ বাকি ৪৫%

যুবদল নেতাকে চাঁদা না দেওয়ায় হকারকে তুলে নেওয়ার অভিযোগ, সিলেটে সড়ক অবরোধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: হবিগঞ্জে ‘টাকার বিনিময়ে পকেট কমিটি’, অবাঞ্ছিত ঘোষণা

বেইলি সেতু ভেঙে সুনামগঞ্জ-দিরাই সড়কে যান চলাচল বন্ধ

সিলেটে ৮ চিহ্নিত ছিনতাইকারী গ্রেপ্তার

শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদকে নিয়ে প্রশ্ন