হোম > সারা দেশ > সিলেট

বড়লেখায় যুবককে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় তারেক আহমদ (২০) নামে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছে। অভিযোগ উঠেছে তাঁকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পশ্চিম ঘোলষা গ্রামে। 

ঝুলন্ত অবস্থা থেকে তারেক আহমদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত তারেক দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পশ্চিম ঘোলষা গ্রামের ছালিক উদ্দিনের ছেলে। 

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তারেক আত্মহত্যা করেছেন। তবে নিহত তারেকের স্বজন ও স্থানীয়দের দাবি, পূর্ব শত্রুতার জেরে কেউ হয়তো তারেককে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। 

থানা-পুলিশ এবং নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে তারেক আহমদ পরিবারের সঙ্গে সাহরি খেয়ে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। স্থানীয় একটি মসজিদে ফজরের নামাজ পড়লেও পরে তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে স্বজনেরা বাড়ির পাশে একটি কাঁঠাল গাছের সঙ্গে নেট কাপড় দিয়ে তারেককে ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। 

তারেকের স্বজন ও স্থানীয় লোকজন জানান, তারেক মসজিদে ফজরের নামাজ পড়ে স্বজনদের কবর জিয়ারতও করেছেন। পরে তিনি আর বাড়ি ফেরেনি। তাঁদের দাবি, কেউ আত্মহত্যা করলে তার লাশ মাটি থেকে কিছুটা ওপরে ঝুলন্ত অবস্থায় থাকে। তারেকের পা মাটিতে ছিল। এ থেকে মনে হচ্ছে কেউ হয়তো তাঁকে হত্যার পর লাশ নেট কাপড় দিয়ে কাঁঠাল গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। 

এ বিষয়ে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস বলেন, ‘তারেক আহমদ নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা ঝুলন্ত অবস্থায় পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শরীরের আঘাতের কোনো চিহ্ন মেলেনি। তবে গলায় কিছু দাগ আছে। প্রাথমিকভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা