নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের জকিগঞ্জে বন্যার পানি থেকে ভেসে আসা অজ্ঞাত শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে জকিগঞ্জ সদর ইউপির গদিরাশি গ্রামের পাশ্ববর্তী বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা—বন্যার পানির সঙ্গে লাশটি ভারত থেকে ভেসে আসতে পারে। তবে নিহত শিশুর পরিচয় নিশ্চিতে কাজ করছে পলিশ।
এ বিষয়ে জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, ‘পানিতে একটি মেয়ে শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। তবে লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে-বন্যার পানির সঙ্গে হয়তো ভারত থেকে শিশুর লাশটি ভেসে এসেছে।’
তিনি আরও বলেন, ‘লাশের ময়নাতদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।’