হোম > সারা দেশ > সিলেট

বিশ্বনাথে এমপির গাড়িতে হামলা, আ. লীগ নেতার কারাদণ্ড

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনায় একজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দুই হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

আজ বুধবার সিলেটের দ্রুত বিচার সিনিয়র আদালত-১ এর বিচারক এই রায় দেন। এ ছাড়া মামলায় অভিযুক্ত আরও চারজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত আসামি শামীম আহমদ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পৌর এলাকার নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি। 

মামলার বাদী ও সংসদ সদস্যের এপিএস অসিত রঞ্জন দেব মামলার রায়ের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 
 
অব্যাহতি পাওয়া চারজন হলেন–বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জুনাব আলী, দবির মিয়া ও উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান সেবুল। 

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালে ১০ আগস্ট সিলেটের বিশ্বনাথে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগদান করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে আসেন সংসদ সদস্য মোকাব্বির খান। এ সময় তার গাড়িতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। 

পরে সংসদ সদস্যের এপিএস অসিত রঞ্জন দেব বাদী হয়ে দ্রুত বিচার আইনে পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা (মামলা নম্বর ১০) দায়ের করেন। মামলার প্রধান অভিযুক্ত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ। এ ছাড়া মামলায় আরও চারজনের নাম উল্লেখ করা হয়।

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

সেকশন