জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে গৃহবধূ নাজিয়া বেগমকে (২৫) হত্যা মামলায় স্বামী আমজাদ হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রাম থেকে আমজাদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আমজাদ শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামের মোখলেছ মিয়ার ছেলে। স্ত্রীর মৃত্যুর পর থেকে তিনি পলাতক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর উপজেলার পাটলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে গৃহবধূ নাজিয়া বেগমের মৃত্যু হয়। অনলাইন জুয়া খেলায় স্বামীকে বারণ করাকে কেন্দ্র করে চেয়ারের আঘাতে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে।
পরদিন বৃহস্পতিবার ওই গৃহবধূর বড় ভাই ইমরান হোসেন বাদী হয়ে জগন্নাথপুর থানায় স্বামী আমজাদ হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এই দম্পতির দুই সন্তান রয়েছে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন আমজাদ হোসেন।