Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

দিরাইয়ে প্রবাসীর স্পিডবোটের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রতিনিধি, দিরাই (সুনামগঞ্জ) 

দিরাইয়ে প্রবাসীর স্পিডবোটের ধাক্কায় বৃদ্ধ নিহত

সুনামগঞ্জের দিরাইয়ে বেপরোয়া গতির স্পিডবোটের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হওয়া ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। আজ বুধবার ওই বৃদ্ধের মরদেহ নদীতে ভেসে ওঠে।

মৃত ওই ব্যক্তি দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামের মৃত গেদা মিয়ার ছেলে বদিউজ্জামান (৫৫)।

জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জগদল ইউনিয়নের শাহপরান বাজারের দক্ষিণ–পশ্চিমে অবস্থিত হ্যারাচ্যাপ্টি নদীতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন নদীতে জাল ফেলে বদিউজ্জামানকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে দিরাই থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস ওই বৃদ্ধকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। আজ সকাল সাড়ে ১০টার দিকে নিখোঁজ বদিউজ্জামানের মরদেহ নদীতে ভেসে ওঠে। 

দিরাই থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বদিউজ্জামান ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ী। ঘটনার দিন স্থানীয় শাহপরান বাজারে ফেরি করা শেষে নিজের ছোট নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে জগদল ইউনিয়নের রায়বাঙ্গালী আটপুরিয়া গ্রামের মৃত আরব আলীর ছেলে যুক্তরাজ্যপ্রবাসী গোলাম রব্বানী তাঁর বেপরোয়া গতির স্পিডবোট ওই নৌকার ওপরে তুলে দিলে বদিউজ্জামানসহ নৌকাটি তলিয়ে যায়। এ সময় বদিউজ্জামান নৌকায় একা ছিলেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, খবর পেয়েছি স্পিডবোটের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। অভিযুক্তকে আটক ও স্পিডবোট জব্দ করার চেষ্টা চলছে।

সিলেটে পাঁচ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আটক ৫

নবীগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

কমলগঞ্জের চুরি হওয়া অটোরিকশা ২৪ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২

এমসি কলেজের টিলায় আগুন, পুড়ল গাছপালা

শাবিপ্রবির গবেষণা: ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম

মাদক সেবনকালে আ.লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

চর কেটে মাটি বিক্রি, অভিযানে ৩ ট্রাক জব্দ

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক