হোম > সারা দেশ > সিলেট

সিসিকের মেয়র আরিফুলের হার্টে বসানো হয়েছে ৩টি রিং

সিলেট প্রতিনিধি

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর হার্টে তিনটি রিং বসানো হয়েছে। ঢাকার ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রামে তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়লে চিকিৎসকেরা সফলভাবে রিং বসান। 

আরিফুলের হার্টে রিং বসানোর বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। তিনি জানান, আজ বৃহস্পতিবার সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক মমিনুজ্জামানের তত্ত্বাবধানে আরিফুলের এনজিওগ্রাম করা হয় এবং হার্টে তিনটি রিং বসানো হয়। 

জাহিদুল ইসলাম আরও জানান, আরিফুলের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল ৯টার দিকে এনজিওগ্রাম করানো হলে আরিফুলের হার্টে তিনটি ব্লক ধরা পড়লে চিকিৎসকেরা সফলভাবে তিনটি রিং স্থাপন করেন। তাঁকে এখন হাসপাতালের সিসিইউ ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

জানা গেছে, গত রোববার রাত আড়াইটার দিকে আরিফুল অসুস্থ হন। এরপর রাত ৩টার দিকে তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক শিশির বসাকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলে। বেশ কয়েকটি পরীক্ষাও করা হলে তাতে হার্টে মাইল্ড অ্যাটাকের আভাস পাওয়া যায়।

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

সেকশন