হবিগঞ্জ প্রতিনিধি
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আন্তর্জাতিক নদী আইনের নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের প্রতি সহযোগিতামূলক মনোভাব রাখতে হবে। উজানের দেশগুলোকে বিশেষত ভাটির দেশগুলোতে পানি ছাড়ার আগেই সতর্কতা দেওয়া উচিত, যাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা কমানো যায়।’
আজ শুক্রবার বিকেলে হবিগঞ্জের খোয়াই নদের ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শনের সময় সৈয়দা রিজওয়ানা এ মন্তব্য করেন।
রিজওয়ানা হাসান বলেন, ‘অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভারতের সঙ্গে অভিন্ন নদীগুলোর পানি ছাড়ার বিষয়ে আগাম সতর্কতার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করা হবে।’
পরিদর্শনের পর তিনি হবিগঞ্জ সার্কিট হাউসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চুনারুঘাট উপজেলার মুরারবন্দ মাজারে বাবার কবর জিয়ারত করেন।