হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে হামলা, যুবক নিহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শিপন মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় নিহতের ভাই ও চাচা আহত হন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর ইউনিয়নের ভবের বাজার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শিপন মিয়া (৩০) সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত হুশিয়ার মিয়ার ছেলে। আহতরা হলেন, নিহত শিপনের ভাই খুঁটি মিয়া ও তার চাচা জীবন মিয়া।

আহতের বরাত দিয়ে নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বলেন, নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের হুঁশিয়ার মিয়ার ছেলে শিপন মিয়া ও খুঁটি মিয়ার সঙ্গে পশ্চিম তিমিরপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে রুবেল মিয়া, চরগাঁও গ্রামের শেখ আবিদের ছেলে শেখ সুমন মিয়াসহ সাত-আটজনের বিরোধ চলে আসছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের ভবেরবাজার থেকে বাড়ি ফিরছিলেন শিপন মিয়া, খুঁটি মিয়া ও তার চাচা জীবন মিয়া। ভবেরবাজার ব্রিজের কাছে পৌঁছাতেই রুবেল, সুমনসহ সাত-আটজন শিপন, খুঁটি ও জীবনের ওপর হামলা চালায়। এতে তাঁরা আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে রুবেল মিয়ার বাড়িতে হামলা চালায় নিহত শিপনের স্বজনেরা। এ সময় বাড়িঘর ভাঙচুর করা হয়।

নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

সুনামগঞ্জ-জগন্নাথপুর মহাসড়কে গাছ ফেলে মধ্যরাতে ৪ গাড়িতে ডাকাতি

ইউএনও, পিআইওর সইয়ে জব্দ পাথর লুট

অবাধে বালু উত্তোলন বাঁধ-সেতু হুমকিতে

শাবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বেড়েছে

পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না কলেজছাত্র রিফাতের

সিলেট বার নির্বাচনে ভরাডুবি: জেলা ও মহানগর বিএনপিকে শোকজ

আগামীর বাংলাদেশ হবে খেলাফতের: মামুনুল হক

জগন্নাথপুরে বিএনপি কার্যালয়ে আগুন-ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

সেকশন