হোম > সারা দেশ > সিলেট

জুড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থীর ওপর হামলার, আটক ১ 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের জুড়ীতে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলী হোসেনের ওপর হামলা করা হয়েছে। আহত অবস্থায় প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।

এ ঘটনায় একজনকে আটকও করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নির্বাচনী প্রচারণার সময় এই ঘটনা ঘটে। ইতিমধ্যে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আহত চেয়ারম্যান পদপ্রার্থীর অভিযোগ—কাপ-পিরিচ প্রতীকে চেয়ারম্যান প্রার্থী কিশোর রায় চৌধুরী মনি ও পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনফর আলীর নির্দেশে সাইদুল, মুহিব, সোহেলের নেতৃত্বে তাঁর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ সময় আলী হোসেন নামে একজন তাঁকে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করে।

তার দাবি, চেয়ারম্যান প্রার্থী আলী হোসেনসহ আরও তিনজন ঘোড়া প্রতীক চেয়েছিলেন। প্রতীক বরাদ্দের দিন এই বিষয়টি নিয়ে অনেক হট্টগোল হয়। একাধিক প্রার্থী হওয়ায় লটারির মাধ্যমে আলী হোসেন ঘোড়া প্রতীক পান। তিনি ঘোড়া প্রতীক পাওয়ায় তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে অপর চেয়ারম্যান প্রার্থী কিশোর রায় চৌধুরী মনি ও পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনফর আলীর নির্দেশে এই সন্ত্রাসী আক্রমণ সংঘটিত করা হয়েছে।

এ দিকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান প্রার্থী আলী হোসেনকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করা হচ্ছে।

হামলার বিষয়ে জানতে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কিশোর রায় চৌধুরী মনির মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও সংযোগটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

সেকশন