Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

প্রবাসী নারীর ছবি এডিট করে ফেসবুকে ছাড়ার হুমকি, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

প্রবাসী নারীর ছবি এডিট করে ফেসবুকে ছাড়ার হুমকি, যুবক গ্রেপ্তার
মিন্টু দেবনাথ। ছবি: সংগৃহীত

প্রবাসী মেয়ের ছবি এডিট করে বাবাসহ পরিবারের সদস্যদের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। এরপর বড় অঙ্কের টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। নিরুপায় হয়ে বাবা সিলেট মহানগর পুলিশকে (এসএমপি) বিষয়টি জানান।

পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোমবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সেন্ট্রাল রোড এলাকার মিন্টু দেবনাথ (৩৫) নামের এক যুবককে আটক করে। মিন্টু ওই এলাকার বাসিন্দা ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের বাজিতপুরের মহেশ দেবনাথের ছেলে।

আজ মঙ্গলবার এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএমপির এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীর মহল্লার এক বাসিন্দার দুই মেয়ে স্বামী-সন্তান নিয়ে ইংল্যান্ডে থাকেন। সম্প্রতি প্রবাসে থাকা এক মেয়ের ছবি এডিট করে অপরিচিত মোবাইল থেকে পরিবারের সদস্যদের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। একই সঙ্গে বিভিন্ন আপত্তিকর ও কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়ে সামাজিক মর্যাদাহানির ভয় দেখিয়ে টাকা দাবি করা হয়। বিষয়টি ভুক্তভোগীর বাবা এসএমপিকে জানান।

পরে এসএমপি পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে সাইবার ইউনিটের সদস্যরা ছবি পাঠানো মোবাইল ব্যবহারকারীকে শনাক্তের জন্য মাঠে নামেন এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে মিন্টু দেবনাথকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

এ সময় তাঁর কাছ থেকে এসব কাজে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এ মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি অপরাধ স্বীকার করে তাঁর সঙ্গে জড়িতদের নাম-পরিচয়সহ সব তথ্য দিয়েছেন। আমরা জড়িত অন্য ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসব।’

হবিগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

শেখ হাসিনার প্রটোকল অফিসার রাজুর ভাই কামরুল গ্রেপ্তার

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি-রেজিস্ট্রারসহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেটে শনিবার শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষামেলা

বারকি নৌকায় এবার ভোলাগঞ্জের সাদা পাথর লুট

সুনামগঞ্জে ধান আনতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

মে দিবসে খোলা থাকবে সিলেটের হোটেল-রেস্টুরেন্ট

ফের সাক্ষ্য গ্রহণ পেছাল কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলার

ভারতে নির্যাতনের শিকার দুই বাংলাদেশি ফিরলেন দেশে, অতঃপর...