হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাক্টর উল্টে ট্রাক্টরটির চালক শাহেদ মিয়ার (৩৫) মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের পার্শ্ববর্তী হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহেদ মিয়া জেলার চুনারুঘাট উপজেলার আমরোড এলাকার সিদ্দিক আলীর ছেলে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, শাহেদ আলী ট্রাক্টর দিয়ে হাওর থেকে মাটি পরিবহন করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত উঁচু-নিচু জায়গাতে ট্রাক্টরটি উল্টে যায়। এতে তিনি ট্রাক্টরের নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।