উদ্বোধনের আগেই ত্রুটি ধরা পড়েছে সিলেট শহরের কদমতলী আধুনিক বাস টার্মিনালে। বিষয়টি তুলে ধরেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। নির্মাণকাজে গাফিলতি খতিয়ে দেখতে ছয় সদস্যের কমিটি গঠন করেছে নগর কর্তৃপক্ষ। ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।
আজ শনিবার বিকেলে নগর ভবনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান।
সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে মিউনিসিপ্যাল গভর্নমেন্ট সার্ভিস প্রজেক্টের (এমজিএসপি) মাধ্যমে সিলেট সিটি করপোরেশন দেশের সর্বাধুনিক সুবিধা সংবলিত ও নান্দনিক নির্মাণশৈলীতে কদমতলী বাস টার্মিনাল নির্মাণ করে। আট একর জমিতে টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে ৬৫ কোটি টাকা। ১৫ জানুয়ারি টার্মিনালটি পরীক্ষামূলকভাবে চালু হয়। এরপর টার্মিনালের ছাদের একটি অংশে ফাটল দেখা গেছে।
সংবাদ সম্মেলনে মেয়র আরিফুল বলেন, ‘দেশের সবচেয়ে আধুনিক বাস টার্মিনালের একটি অংশে ত্রুটি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করেছি। এ নিয়ে জনমনে যেন কোনো বিভ্রান্তির না ছড়ানো হয়, এ জন্য বিশেষজ্ঞদের দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছি।’
সিসিক মেয়র বলেন, ‘তদন্ত কমিটি ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া এখনো সিসিকের কাছে এই প্রকল্পটি নির্মাণ সংস্থা হস্তান্তর করেনি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর প্রমুখ।