Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

  সিলেট প্রতিনিধি

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সিলেট-ভোলাগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন—সুনামগঞ্জের ছাতক উপজেলার লুবিয়া গ্রামের মুতালিব মিয়ার ছেলে হারুনুর রশিদ (৪০) ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিশরপাশার রনুজিত শাহার ছেলে পার্থ শাহা (২৩)। 

বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকাআহতরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার নয়াগাঙ্গের পাড় গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে শাহ আলম (৪৫) ও হারুনুর রশিদের ভাই নয়ন মিয়া (২৫)। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। 

বৃহস্পতিবার রাতে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ভোলাগঞ্জ থেকে পাথরবাহী একটি ট্রাক সিলেটের উদ্দেশ্যে আসছিল। বিপরীত দিক থেকে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা সিলেট থেকে কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। বাকিদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি অটোরিকশা। ছবি: আজকের পত্রিকাগোলাম দস্তগীর আহমেদ বলেন, ‘দুর্ঘটনার পর থেকেই ট্রাকচালক পলাতক রয়েছেন। ট্রাক ও সিএনজি থানায় আনার ব্যবস্থা করেছি।’

শান্তিগঞ্জে আন্তজেলা ডাকাত দলের সর্দারসহ গ্রেপ্তার ৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার

সুনামগঞ্জের লামাকাজি সেতুর টোল আদায় বন্ধের দাবি

হকারকে তুলে নিয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার

সালিসে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ৪

শেখ হাসিনার বিচার এক-দেড় মাসের মধ্যেই শুরু হবে: চিফ প্রসিকিউটর

হাওরের ফসল রক্ষা বাঁধ: সময় শেষ, কাজ বাকি ৪৫%

যুবদল নেতাকে চাঁদা না দেওয়ায় হকারকে তুলে নেওয়ার অভিযোগ, সিলেটে সড়ক অবরোধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: হবিগঞ্জে ‘টাকার বিনিময়ে পকেট কমিটি’, অবাঞ্ছিত ঘোষণা

বেইলি সেতু ভেঙে সুনামগঞ্জ-দিরাই সড়কে যান চলাচল বন্ধ

সিলেটে ৮ চিহ্নিত ছিনতাইকারী গ্রেপ্তার