নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ব্রুনেই দারুসসালামের রাষ্ট্রদূত হাজি হারিছ বিন ওথমান এবং কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত গানার ইউরেয়া।
আজ শনিবার সিলেটের নগর ভবনে দুই দেশের রাষ্ট্রদূতকে স্বাগত জানান সিসিক মেয়র। সৌহার্দ্যপূর্ণ আলোচনায় সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সাংস্কৃতিক বিনিময় করার বিষয়ে আলোচনা হয়।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আধ্যাত্মিক ও পর্যটন নগর সিলেটে ব্রুনেই দারুসসালাম ও কসোভো প্রজাতন্ত্রের পর্যটকেরা আসতে পারেন। আমাদের প্রাকৃতিক সৌন্দর্য দেখে তাঁরা মুগ্ধ হবেন।’ এ সময় সিলেটের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন মেয়র।
সিটি করপোরেশনের সঙ্গে ঢাকাস্থ ব্রুনেই দারুসসালাম ও কসোভো প্রজাতন্ত্রের সিটি কাউন্সিলের সঙ্গে সিস্টার সিটির সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দেন সিসিক মেয়র।
ব্রুনেই দারুসসালামের রাষ্ট্রদূত হাজী হারিছ বিন ওথমান বলেন, ব্রুনেই বাংলাদেশ থেকে বিভিন্ন ক্ষেত্রে দক্ষ, অদক্ষ শ্রমিক নিয়ে থাকে। এ বিষয়ে সিসিক মেয়র বলেন, সিসিক দক্ষ জনশক্তি তৈরিতে ভোলানন্দ-উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে। এখান থেকে দক্ষ জনবল তৈরি হবে। ব্রুনেই আমাদের কর্মীদের নেওয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করতে পারে। এ ক্ষেত্রে সিসিক সর্বাত্মক সহযোগিতা করবে।
কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত গানার ইউরেয়া বাংলাদেশ তথা সিলেটের সঙ্গে তাঁর দেশের ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে সিসিক মেয়রের প্রতি আহ্বান জানান।
সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সিসিকের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সিসিকের প্রধান পরামর্শক (শিক্ষা) প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি, পরামর্শক (শিক্ষা) অনিল কৃষ্ণ মজুমদার সচিব ফাহিমা ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, যুক্তরাজ্য ব্যবসায়ী নেতা মিসবাহ চৌধুরী, শেখ অলিউর রহমান, মেয়রের একান্ত সহকারী সচিব সোহেল আহমদ, লাইসেন্স পরিদর্শক রুবেল আহমদ নান্নু, আইটি কনসালট্যান্ট মো. সাদাত হোসেন খান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।