হোম > সারা দেশ > সিলেট

শমশেরনগর স্টেশনে পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের দুর্ভোগ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ২১: ১৩
শমশেরনগর স্টেশনে পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন বিকল। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে মৌলভীবাজারের শমশেরনগর স্টেশনে ৫ ঘণ্টা ধরে আটকা পড়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে সিলেটগামী ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯) ট্রেন বেলা ৩টায় শমশেরনগর স্টেশনে আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বিষয়টি রেলের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার পর আখাউড়া থেকে শমশেরনগর রেলস্টেশন পথে রিলিফ লোকোমোটিভ ইঞ্জিন পাঠানো হয়। রিলিফ ট্রেন আসার পর ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যাবে বলে জানা গেছে।

এ বিষয়ে শমশেরনগর রেলের স্টেশনমাস্টার জামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, রিলিফ ট্রেন শমশেরনগর রেলস্টেশনে চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি সিলেটের উদ্দেশে যাত্রা করবে।

ফেসবুক লাইভে পরিযায়ী পাখির মাংস বিক্রি, বন আদালতে মামলা

সড়ক দুর্ঘটনা: গেল বছর সিলেটে নিহত ৩৭৫ জন, আহত ৭০৯ জন

মৌলভীবাজারের শেরপুরে শুরু হয়েছে শতবর্ষী মাছের মেলা

সেকশন