হোম > সারা দেশ > সিলেট

মাধবপুরে ইজিবাইককে ট্রাকের ধাক্কা, ২ নারী শ্রমিক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ১২: ৩৬
প্রতীকী ছবি

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ইজিবাইকের পেছনে ট্রাকের ধাক্কায় দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার সকাল ৮টার দিকে মহাসড়কের দরগাহগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহত শ্রমিকেরা বাদশা কোম্পানির পাইওনিয়ার ডেনিম কারখানার শ্রমিক। সকালে ব্যাটারিচালিত ইজিবাইকযোগে তাঁরা কারখানায় যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের দরগাগেট এলাকায় পেছন থেকে আসা একটি ট্রাক তাঁদের ইজিবাইককে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরেক নারীর মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে তাঁদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আগামী নির্বাচনে আ. লীগ অংশ নিতে পারবে কি না, সময় বলে দেবে: সিইসি

শতবর্ষে মিলিত হলেন বিশ্বেশ্বরী পাবলিক উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা

সিলেটে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল শনিবার