Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে নিখোঁজের পরদিন শিশুর লাশ উদ্ধার

শ্রীমঙ্গল (সিলেট) প্রতিনিধি

শ্রীমঙ্গলে নিখোঁজের পরদিন শিশুর লাশ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের পরদিন মাহিন (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। মাহিন সাইটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। 

শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়েনের ইউপি সদস্য মো. শাহজাহান জানান, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে সাইটুলা গ্রামের আবুল হোসের ছেলে মাহিনকে (১০) খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সকালে শ্রীমঙ্গল থানায় মৌখিকভাবে জানানো হয়। পরে আজ সন্ধ্যায় একই গ্রামের একটি ধানখেতে তার মরদেহ পাওয়া যায়। মাহিনের ঘাড়ে ও কানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। 

এদিকে ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন আবুল হোসেন। আবুল হোসেন জানান, গতকাল এশার নামাজের পর থেকে ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না। গ্রাম, হাটবাজার, আত্মীয়স্বজন সব জায়গাই খুঁজছেন। কোথাও পাননি। আজ সন্ধ্যার একটু আগে উত্তর সাইটুলার একটি ধানখেতে ছেলের মরদেহ পাওয়া যায়। 

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি মামলা নিয়ে তদন্ত করে আসামিদেরও আটক করা হবে।

মৌলভীবাজারে আটক আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতা-কর্মীরা, আটক ৪

৫ দফা দাবিতে ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

মেজর পরিচয়ে দাপট দেখাতে গিয়ে আটক সেনাবাহিনীর বরখাস্ত করপোরাল

সীমান্তে ভারতীয় গরু ও মহিষসহ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

৩য় শ্রেণির কর্মচারীর অঢেল সম্পদ

সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২৫

সিলেটে পুলিশের ওপর হামলার ঘটনায় যুবক গ্রেপ্তার

জগন্নাথপুরে ডাকাতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জগন্নাথপুরে বিএনপির দুই পক্ষের মারামারির ঘটনায় মামলা

হবিগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু