পুলিশের ওপর হামলা করে আটক ৩ ‘চোরাকারবারিকে’ ছিনিয়ে নিল জনতা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৯: ২৯
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) ও থানা পুলিশের সদস্যদের ওপর হামলা চালিয়ে আটক তিন চোরাকারবারিদের ছিনিয়ে নেওয়া হয়েছে। হামলার ঘটনায় পুলিশের তিন সদস্য ও স্থানীয় তিন ব্যক্তি আহত হয়েছেন। আজ শনিবার (২৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—অভিযানে নেতৃত্ব দেওয়া এপিবিএনের ইন্সপেক্টর নব গোপাল দাস, কুলাউড়া থানার কনস্টেবল আফরোজ মিয়া ও জাহিদ ভুঁইয়া। আহত স্থানীয়দের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ সুত্রে জানা যায়, আজ শনিবার ভোরে ৭ এপিবিএন সিলেটের একটি দল কুলাউড়া থানা-পুলিশের সহযোগিতায় আমানিপুর এলাকার আর্জু মিয়ার বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আর্জু মিয়ার বাড়িতে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার করে ঘটনাস্থল থেকে তিন চোরাকারবারিকে আটক করা হয়।

পরে হঠাৎ করে চোরাকারবারিদের শতাধিক সহযোগী এসে এপিবিএন ও তাদেরকে সহায়তা করা থানা-পুলিশের সদস্যদের মারধর করে জব্দকৃত মালামাল ও আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। আসামিদের গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।