হোম > সারা দেশ > সিলেট

সিলেট-৩: নৌকার কর্মীরা প্রচারে বাধা দিচ্ছে, স্বতন্ত্র প্রার্থী দুলালের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, ‘নৌকার কর্মী–সমর্থকেরা আমার ট্রাক প্রতীকের নির্বাচনী প্রচারণায় নানাভাবে বাধা দিচ্ছে। পোস্টার সাঁটানো, লিফলেট বিতরণ ও নির্বাচনী কমিটি গঠনে তারা নানাভাবে বাধা দিচ্ছে। আমার কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছে।’ 

আজ মঙ্গলবার দুপুরে সিলেটের একটি অভিজাত পার্টি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। 

ইহতেশামুল হক চৌধুরী দুলাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। প্রথম দিকে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও পরে বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকেই বেছে নেয় ক্ষমতাসীনরা। 

ট্রাক প্রতীকের প্রার্থী ডা. দুলালের অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী ও বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে উৎসব মুখর পরিবেশে নির্বাচনী কার্যক্রম চলছে। মানুষ উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন উপভোগ করছে। নৌকার বিজয়ের জোয়ার দেখে আলোচনায় আসতেই তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ করা হচ্ছে।’ 

হাবিবের দাবি, তাঁর নির্বাচনী এলাকার জনগণ অত্যন্ত সচেতন, তারা এসব অপপ্রচারে কান দেবেন না। 

সংবাদ সম্মেলন ডা. দুলাল লিখিত বক্তব্যে বলেন, ‘প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরুর পর সিলেট-৩ আসনের সর্বস্তরের মানুষ যে অকুণ্ঠ সমর্থন দিচ্ছেন, তাতে আমি অভিভূত। তারা আমাকে সমর্থন দিচ্ছেন এবং ট্রাক প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাইছেন। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থীর লোকজন প্রধানমন্ত্রীর নির্দেশনাকে অবজ্ঞা করে আমার কর্মীদের সঙ্গে হিংসাত্মক আচার-আচরণ করছেন। তারা আমার পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলছেন। আমার কর্মীদের নানাভাবে হুমকি দিচ্ছেন।’ 

ট্রাক প্রতীকের এই প্রার্থী আরও বলেন, ‘গত ২৩ ডিসেম্বর বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়ন থেকে আমার অফিস উদ্বোধন অনুষ্ঠানে আসার পথে গাড়ি থেকে আমার কর্মীদের নামিয়ে দেয় স্থানীয় দুই ইউপি সদস্য। তারা তাদের আমার পক্ষে কাজ না করতে হুমকি দেয়। একই দিনে ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়নের পাঠানচক গ্রামে আমার ব্যানার লাগাতে দেয়নি নৌকার কর্মীরা। ঘিলাছড়া ইউনিয়নের মোকামেরতল বাজারে আমার নির্বাচনী কার্যালয়ে ঢুকে পোস্টার ছিঁড়ে ফেলে। জালালপুরে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও নৌকার প্রার্থীর বিশ্বস্ত হিসেবে পরিচিত মীর মতিউর রহমান আমার কর্মীদের প্রকাশ্যে হুমকি-ধমকি দিচ্ছে।’ 

স্বতন্ত্র প্রার্থী ডা. দুলাল বলেন, ‘এসব ঘটনা আমি রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের লিখিতভাবে জানিয়েছি। সার্বিক পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন। নৌকা প্রার্থী ও তাঁর কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন।’

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা