Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

সাবেক ছাত্রলীগ নেতা পান্নার লাশ উদ্ধারের কথা জানাল মেঘালয় সরকার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সাবেক ছাত্রলীগ নেতা পান্নার লাশ উদ্ধারের কথা জানাল মেঘালয় সরকার

সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা থেকে সাবেক ছাত্রলীগ নেতা ইসহাক আলী খান পান্নার মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ভারতের মেঘালয় রাজ্য সরকার। আজ বুধবার গুয়াহাটি বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার রুহুল আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘মেঘালয় রাজ্য সরকার একটি মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে; যার পকেটে একটি পাসপোর্ট পাওয়া গেছে। পাসপোর্টটি ইসহাক আলী খান পান্নার।’ 

এ ছাড়া আজ পান্নার দুজন আত্মীয় মেঘালয় রাজ্যের উমকিয়াং থানায় গেলে টহল পুলিশ মরদেহ উদ্ধারের কথা জানায়। এ সময় তাঁর হাতে থাকা ঘড়ি ও পাসপোর্ট তাঁদের দেখানো হয় বলে জানা গেছে। 

এর আগ গত শুক্রবার রাতে সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে পালিয়ে ভারতে যাওয়ার সময় ইসহাক আলী খান পান্নার মারা যাওয়ার খবর আসে। তিনি পাহাড় থেকে পড়ে হার্ট অ্যাটাকে মারা যান বলে জানা যায়। পরে তাঁর মরদেহ উদ্ধার করে মেঘালয় রাজ্যের উমকিয়াং থানার টহল পুলিশ। 

উল্লেখ্য, ইসহাক আলী খান পান্না ১৯৯৪ সালে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১২ সালের সম্মেলনের পর তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক হন। 

তাঁর স্ত্রী আইরীন পারভীন বাঁধন ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৬ সালের ২৪ এপ্রিল মারা যান। তিনি সরকারের উপসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলের ভিপি ছিলেন।

হাসপাতাল চালুসহ দুই দফা দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সুনামগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

সুনামগঞ্জে বন্যার শঙ্কা, তিন দপ্তরের ছুটি বাতিল

সিলেটে মহিলা আ.লীগ নেত্রী নাজমা গ্রেপ্তার

সিলেটে ট্রাকচাপায় নিহত ২

শাবিপ্রবিতে বাংলা নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রা

নলকূপ থেকে পানি আনতে বাধা, সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

গাজায় গিয়ে চিকিৎসাসেবা করার সহায়তা চেয়ে ১০০ নার্সের স্মারকলিপি

হবিগঞ্জে আ.লীগ নেতা মুকুল কারাগারে

৭ মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার