হোম > সারা দেশ > সিলেট

সিলেটে আবারও ভারতীয় চিনিভর্তি ট্রাক জব্দ, আটক ১

সিলেট প্রতিনিধি

সিলেটে ট্রাকভর্তি ভারতীয় চোরাচালানের চিনির আরেকটি চালান আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানা এলাকার দক্ষিণ নৈকাই এলাকা থেকে প্রায় ২০ লাখ টাকার ৩৩৪ বস্তা চিনির চালানটি জব্দ করা হয়। এ সময় ট্রাকটি জব্দসহ একজনকে আটক করা হয়।

আটক মো. শহিদুল ইসলাম (৪৫) সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটক চোরাকারবারিদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ভারতীয় সীমান্তবর্তী সিলেটের গোয়াইনঘাট থেকে অবৈধভাবে বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ট্রাকে করে ভারতীয় চিনিভর্তি একটি ট্রাক আসে। জিজ্ঞাসাবাদে গাড়িচালক পুলিশকে গাড়িতে ভারতীয় চিনি থাকার কথা জানান। পরে তল্লাশি করে ৩৩৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। ৫০ কেজি বস্তার এই চিনির বাজারমূল্যে ২০ লাখ ৪ হাজার টাকা। এ সময় একটি হলুদ নীল রঙের ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-০৯৭০) জব্দ করা হয়।

প্রসঙ্গত, গত কয়েক মাসে বেশ কয়েকবার সিলেটে ভারতীয় চোরাই চিনির চালান আটক করে পুলিশ।

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা