হোম > সারা দেশ > সিলেট

জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, থামাতে গিয়ে প্রাণ গেল একজনের

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আনোয়ার হোসেন (৫০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন উজানধল গ্রামের মৃত আরিফ উল্লার ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) শহিদুল হক মুন্সি।

আহতদের মধ্যে সুফি মিয়া, আবুল কালাম, সুজন মিয়া, মেহেদী হাসান, সানোয়ার মিয়া, টিটন মিয়া ও উজ্জল মিয়াকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত আনোয়ার হোসেনের ভাই সানোয়ার হোসেন, ওয়ারিদ মিয়া ও চাচাতো ভাই সুফি মিয়ার সঙ্গে প্রতিবেশী মনফর মিয়ার দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধকৃত জমিতে গতকাল রোববার মনফর মিয়ার লোকজন ধানের চারা লাগায়। এ ঘটনায় আজ সোমবার দুই পক্ষ দেশীয় অস্ত্র, রামদা, টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় সংঘর্ষ থামানোর চেষ্টাকালে আনোয়ার হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) শহিদুল হক মুন্সি জানান, আনোয়ার হোসেনের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হবে। সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা