Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, আহত ৪

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, আহত ৪

মৌলভীবাজারের কুলাউড়ায় পারাবত ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় মাইক্রোবাসের চারজন যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার উপজেলার ভাটেরা বাজার রেলগেটে এ ঘটনা ঘটে। 

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বিষয়টি নিশ্চিত করেছেন। 

গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অপরজনকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন–উপজেলা সদর ইউনিয়নের গুতগুতি গ্রামের জলি বেগম (৪৫), তাহছিন আহমদ (১৪), ফাহাদ মিয়া (১৫) ও রিয়াদ আহমদ (৭)। 

জানা জায়, উপজেলা ভাটেরা বাজারসংলগ্ন সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসা রেলগেট পার হওয়ার সময় মাইক্রোবাসের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী পারাবত ট্রেনটি আসতে দেখে মাইক্রোবাসের সামনে বসে থাকা যাত্রীসহ গাড়িচালক দ্রুত নেমে পড়লেও পেছনে বসা কেউই নামতে পারেননি।

এ সময় ট্রেনটি রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং চারজন যাত্রী গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অপরজনকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সিলেটে পাঁচ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আটক ৫

নবীগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

কমলগঞ্জের চুরি হওয়া অটোরিকশা ২৪ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২

এমসি কলেজের টিলায় আগুন, পুড়ল গাছপালা

শাবিপ্রবির গবেষণা: ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম

মাদক সেবনকালে আ.লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

চর কেটে মাটি বিক্রি, অভিযানে ৩ ট্রাক জব্দ

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক