হোম > সারা দেশ > সিলেট

দিরাইয়ে জলমহালে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধন, থানায় মামলা

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি 

সুনামগঞ্জের দিরাইয়ে গাঘলা ডহর নামে একটি সংরক্ষিত জলমহালে দুর্বৃত্তরা বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে জলমহালের ইজারাদার জাহেদ চৌধুরী বাদী হয়ে লিপন হাসান চৌধুরী গংদের আসামি করে দিরাই থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাড়ল গ্রামের ইস্কান্দার মিয়া চৌধুরীর ছেলে দিরাই উপজেলা যুবদলের নেতা লিপন হাসান চৌধুরী গংরা জলমহালে ঢুকে বিষ প্রয়োগ করেছেন। বিষ প্রয়োগের কিছুক্ষণ পর জলমহালে বিভিন্ন ধরনের মাছ মরে ভেসে উঠতে থাকে। এতে ২০ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে। 
 
জলমহালে নিয়োজিত পাহারাদার সাহেদ চৌধুরী বলেন, `প্রতিদিনের মতো আমি জলমহালে দায়িত্বে ছিলাম। ঘটনার সময় তাড়ল গ্রামের ইস্কান্দার মিয়া চৌধুরীর ছেলে লিপন হাসান চৌধুরী ও তাঁর ছোট ভাই বেলাল হাসান চৌধুরীকে নৌকা নিয়ে জলমহালে ঢুকতে দেখি। এ সময় তারা কিছু একটা ছিটাচ্ছে দেখে কী করছে জানতে চাই। তারা কোনো উত্তর না দিয়ে ইঞ্জিন চালিয়ে চলে যাই।

মামলার বাদী জাহেদ চৌধুরী বলেন, `ঘটনাস্থলে আমিও উপস্থিত ছিলাম। লিপন হাসান চৌধুরী গংরা আমার ইজারাকৃত জলমহালে পরিকল্পিতভাবে বিষ দিয়েছেন। কারণ পার্শ্ববর্তী কালনী নদীর শয়তানখালী খণ্ডটি তাঁরা ইজারা নিয়েছেন। আমরা তাঁদের চিনতে পেরেছি। এ ঘটনায় আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।'

দিরাই থানার ওসি আজিজুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে। 

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

সেকশন