সিলেটে মিরাবাজার এলাকার মা-ছেলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১১ মে) দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নুরে আলম ভূঁইয়া এ রায় দেন।
রায়ে দুজনের মৃত্যুদণ্ডের তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জোবায়ের বখত জুবের। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রায়ে তানিয়া ও মামুনকে ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক। এ ছাড়া মামুনকে দশ হাজার টাকা ও অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।’
তবে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী দিদার আহমেদ
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে মীরাবাজার এলাকায় মা রোকেয়া বেগম ও তাঁর ছেলে রবিউল ইসলামকে হত্যা করে বাড়ির গৃহকর্মী তানিয়া ও তাঁর বন্ধু মামুন। রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় বলে জবানবন্দি দেয় তানিয়া ও মামুন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার সেই ঘটনায় হওয়া মামলার রায় ঘোষণা করা হয়।