সিলেট প্রতিনিধি
সিলেটে বিস্ফোরক মামলার আসামি সাজ্জাদুর রহমান মুন্নাকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১২টার দিকে সিলেট নগরের শিবগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুন্না শাহপরান থানার সোনারপাড়া নবারুন-২ এলাকার বাসিন্দা।
জানা যায়, গত ৩ সেপ্টেম্বর সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় করা বিস্ফোরক মামলার এজাহারভুক্ত ১১৮ আসামির মধ্যে ১১৬ নম্বর আসামি মুন্না। তাকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আকবর হোসেন জানান, নগরীর শিবগঞ্জ থেকে বিস্ফোরক মামলায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।