হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জ মেডিকেল বন্ধের চক্রান্তের প্রতিবাদে মহাসড়ক অবরোধের ডাক

হবিগঞ্জ প্রতিনিধি

সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের সভায় মহাসড়ক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ করার চক্রান্তের প্রতিবাদে আগামী রোববার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ডাক দিয়েছে সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জ।

আজ বৃহস্পতিবার হবিগঞ্জ প্রেসক্লাবে এক পরামর্শ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সংগঠনের আহ্বায়ক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে এ সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ করার যে পাঁয়তারা চলছে, তা কোনোভাবেই জেলার ২৫ লাখ মানুষ মেনে নেবে না। জনস্বার্থবিরোধী এই চক্রান্ত থেকে সরে আসার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি, মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সরকারকে জানানো হয়েছে। কিন্তু প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমানের একগুঁয়েমিতে মেডিকেল কলেজ বন্ধের দিকে যাচ্ছে বলে জানা গেছে। তিনি ঘন ঘন সভা ডেকে অযৌক্তিক ও একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার পাঁয়তারা করছেন।

এর প্রতিবাদে আগামী রোববার বেলা ১১টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন সেতু এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের মাধ্যমে সারা দেশের সঙ্গে সিলেটের যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।

সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের সদস্যসচিব শামসুল হুদার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমদ ইকবাল, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাখাওয়াত হোসেন জীবন, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, জেলা জামায়াতের আমির মুখলিছুর রহমান, খেলাফত মজলিসের আহ্বায়ক সারোয়ার শামীম প্রমুখ।

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা