হোম > সারা দেশ > সিলেট

প্রাইভেট কারচাপায় চা-শ্রমিক নিহত, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দ্রুতগামী একটি প্রাইভেট কারের চাপায় এক নারী চা-শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে কানিহাটি চা-বাগানে শ্রমিকেরা শমসেরনগর-চাতলাপুর সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে শমসেরনগর-চাতলাপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা ৪০ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ নারী-পুরুষ চা-শ্রমিকেরা। এর আগে, আজ বিকেল ৫টার দিকে উপজেলার চাতলাপুর সড়কের ক্যামেলিয়া হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত কুঞ্জ বালা মৃধা (৪৫) বাগানের অফিস লাইনের বাসিন্দা। 

চা ছাত্র-যুবক পরিষদ কানিহাটি চা-বাগানের সাধারণ সম্পাদক সৌরভ বীন জানান, কানিহাটি চা-বাগানের নিয়মিত শ্রমিক কুঞ্জ বালা। তিনি সেকশনে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। বিকেল ৫টার দিকে ক্যামেলিয়া হাসপাতালের সামনের পাকা রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে বাগানের ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, রাস্তা অবরোধের খবর জানার পর পুলিশ ঘটনাস্থলে আছে। রাস্তা অবরোধ করে চা-শ্রমিক এখন কিছু দাবি তুলছেন। তাঁদের দাবি কী সেটা এখনো জানা যায়নি। 

তিনি আরও বলেন, গাড়ির চালক পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

সেকশন