কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দ্রুতগামী একটি প্রাইভেট কারের চাপায় এক নারী চা-শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে কানিহাটি চা-বাগানে শ্রমিকেরা শমসেরনগর-চাতলাপুর সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে শমসেরনগর-চাতলাপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা ৪০ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ নারী-পুরুষ চা-শ্রমিকেরা। এর আগে, আজ বিকেল ৫টার দিকে উপজেলার চাতলাপুর সড়কের ক্যামেলিয়া হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত কুঞ্জ বালা মৃধা (৪৫) বাগানের অফিস লাইনের বাসিন্দা।
তিনি আরও বলেন, গাড়ির চালক পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।