হোম > সারা দেশ > সিলেট

সিলেট কারাগারে কয়েদির ঝুলন্ত মরদেহ, ৩ কারারক্ষী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট কেন্দ্রীয় কারাগারে দুই বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কর্তব্যরত সহকারী প্রধান রক্ষী ও দুজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।

আজ সোমবার বেলা ১টার দিকে সিলেট শহরতলীর বাদাঘাট এলাকার কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।

নিহত ওই কয়েদির নাম মো. ইউনুস আলী (২২)। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. ছগির মিয়া।

তিনি বলেন, ‘একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত মো. ইউনুস আলী প্রায় ছয় মাস ধরে কারাগারে ছিলেন। তিনি ‘‘সিজোফ্রেনিয়া’’ রোগে আক্রান্ত। সোমবার কারাগারের অভ্যন্তরের একটি ওয়ার্ডে ইউনুস আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।’

কারা পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘প্রাথমিকভাবে নিহত ব্যক্তি নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় কারাগারে দায়িত্বে অবহেলার অভিযোগে কর্তব্যরত সহকারী প্রধান রক্ষী ও দুজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আগামীকাল মঙ্গলবার নিহতের মরদেহ ময়নাতদন্ত এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে নিহতের স্ত্রী হারিসা বেগম আজকের পত্রিকাকে জানান, সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে বেলা ১টার দিকে তাঁর স্বামীর নিহতের খবর পেয়ে চাচাসহ কারাগারে গেছেন।

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

সেকশন