ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সেলিম উদ্দিন (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সুহিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম উদ্দিন দীঘিল চাকলপাড়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন জেলে ছিলেন।
স্থানীয়রা জানান‚ আজ ভোরে পার্শ্ববর্তী সুহিতপুর গ্রামে মাছ ধরতে যান সেলিম উদ্দিন। সেখানে জাল দিয়ে মাছ ধরতে পানিতে নামলে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সুন্দর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।