কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনার পর ওই যুবকের মৃত্যু হয়।
নিহত যুবকের নাম জায়েদ মিয়া (২৮)। তিনি উপজেলার সদর ইউনিয়নের বালিচিরি গ্রামের মিরজান মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের বালিচিরি গ্রামে চাইল্ড কেয়ার একাডেমি নামের একটি কেজি স্কুলের ফ্যান সম্প্রতি চুরি হয়। ওই চুরির ঘটনায় গতকাল রাতে জায়েদ মিয়াকে আটক করে পিটুনি দেয় বিক্ষুব্ধ স্থানীয়রা। পরে স্থানীয় ও কুলাউড়া থেকে আসা কয়েকজন শিক্ষার্থী জায়েদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, যুবকের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর ঘটনায় তদন্তক্রমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।