হোম > সারা দেশ > সিলেট

১৩ দিন নিখোঁজের পর প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটের কানাইঘাটে নিখোঁজের ১৩ দিন পর এক প্রতিবন্ধী শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার বড়চতুল ইউনিয়নের নয়াগ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম জারিফ আহমদ (৮), সে জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের সারীঘাট চৈলাখেল গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, জারিফ একজন শারীরিক প্রতিবন্ধী আর তার ভাই জাহাঙ্গীর আলম মানসিক প্রতিবন্ধী। ৮ মার্চ থেকে তারা দুজন বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর ৯ মার্চ জৈন্তাপুরের একটি এলাকায় জাহাঙ্গীরকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে বাড়িতে নিয়ে এলে ১০ মার্চ আবার সে নিখোঁজ হয়।

এরপর ১৬ মার্চ নগরীর একটি এলাকা থেকে অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করা হয়। পরে লাশের পরিচয় পায় পুলিশ। আর আজ দুপুরে ডোবায় গলিত লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে এলে সেটি জারিফের বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেন। জারিফের লাশ এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, লাশটি গলিত। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না, এ অবস্থায় বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না, হলে এর কারণ ও অভিযুক্ত ব্যক্তিদের খোঁজ শুরু করেছে পুলিশ।

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু