Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

সমিতির হিসাব চাওয়ার জেরে ২ পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি   

সমিতির হিসাব চাওয়ার জেরে ২ পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ৩০
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে সংঘর্ষের দুই পক্ষের লোকজন। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সমিতির তহবিলের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মাঈদুল হাছান। তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরিস্থিতি নিয়ন্ত্রণের একপর্যায়ে আমি আহত হই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নোয়াগড় গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা শাজাহান মিয়ার কাছে গ্রাম পঞ্চায়েত সমিতির তহবিলের টাকা এবং নোয়াগড় মাদ্রাসা তহবিলের প্রায় কোটি টাকা রক্ষিত ছিল। ফান্ডের টাকার হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকবার গ্রামবাসীর একাংশ শাজাহান মিয়াকে তাগাদা দেন। কিন্তু প্রতিবারই তিনি হিসাব না দিয়ে গড়িমসি করতে থাকেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে আরও জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে নোয়াগড় মাদ্রাসা কমিটির আহ্বায়ক বশির মিয়াসহ স্থানীয় কয়েকজন হিসাবের জন্য শাজাহান মিয়ার কাছে আবারও গেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা বাধে। এর একপর্যায়ে উভয় পক্ষের মধ্য পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আজ বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় আজমিরীগঞ্জ থানার ওসিসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাঁরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডিসির নির্দেশ উপেক্ষা করে বসছে পশুর হাট

সিলেটে তালামীয নেতার ওপর হামলা: শিবির নিন্দা জানানোয় বক্তব্য পাল্টাল জামায়াত

বর্তমান সরকারের আমলেও সিলেট বৈষম্যের শিকার: সাবেক মেয়র

প্রতিপক্ষকে ফাঁসাতে নারীকে হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান ২ দিনের রিমান্ডে

একাত্তরের গেরিলা যোদ্ধা আশরাফ বাবুল চৌধুরী আর নেই

তালামীয নেতার ওপর হামলা: জামায়াতের সঙ্গে বৈঠকের পরও ভিন্ন ভিন্ন বক্তব্য

ট্রাকচাপায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে ২ যুবক নিহত

সীমান্তে ভারতীয় গরু-মহিষসহ কোটি টাকার পণ্য জব্দ

ডাকাতের উৎপাত, রাতে বন্ধ থাকবে ঢাকা-সিলেট পুরোনো মহাসড়ক