হোম > সারা দেশ > সিলেট

ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি আহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর সীমান্তের ১ হাজার ২৮৬ নম্বর মেইন পিলার থেকে আনুমানিক ৬০০ গজ ভারতের অভ্যন্তরে হেওয়াই বস্কি নামক স্থানে এক বাংলাদেশি যুবক ঢুকে পড়েন। এরপর ভারতীয় খাসিয়ারা ৭-৮টি গুলি ছোড়ে। এতে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হন। আজ শনিবার সকালে এই ঘটনা ঘটে। 

আহত ওই যুবকের নাম মো. ইমন আলী (২৫)। তিনি জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল গ্রামের মো. রমজান আলীর ছেলে। 

স্থানীয় লোকজন জানান, গুলি খেয়ে আহতাবস্থায় ইমন পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন ৷ স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

স্থানীয় লোকজন বলছেন, সম্প্রতি ঘিলাতৈল, টিপরাখলা, ফুলবাড়ী, কমলাবাড়ী এবং গোয়াবাড়ী এলাকা দিয়ে চোরাকারবারি চক্রের সদস্যরা দিন কিংবা রাতে ভারতীয় গরু-মহিষ বাংলাদেশে নিয়ে আসে ৷ এ জন্য ভারতীয় খাসিয়াদের সুপারিবাগানের ক্ষতি হয় ৷ এ জন্য ভারতীয় খাসিয়ারা ক্ষিপ্ত হয়ে অনেক সময় তাদের ফসল রক্ষা করতে বাংলাদেশিদের ওপর গুলি ছোড়ে। 

আহত ইমনের বাবা রমজান আলী ছেলের গুলি লাগার বিষয়টি স্বীকার করেছেন। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। 

জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো তথ্য তাদের জানা নেই বলে জানায়। এ বিষয়ে তাদের কেউ কিছু জানায়নি বলে জানানো হয়৷ 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘লোকমুখে খবর পেয়েছি ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি এক নাগরিক আহত হয়েছে৷ এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’ 

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

সেকশন