হোম > সারা দেশ > সিলেট

কোম্পানীগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটের কোম্পানীগঞ্জের সীমান্ত এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ঘাটুয়ালের এক নারীকে (৪০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামের রাস্তা থেকে তাঁকে তুলে নিয়ে ধলাই নদের তিরে দলবদ্ধ ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ওই নারী দুজনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন। পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন প্রদীপ দাস (৪৫) ও মো. আলা উদ্দিন (৩২)।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় সড়ক থেকে ওই নারীকে অপহরণ করা হয়। পরে তাঁকে ধলাই নদের তীরবর্তী একটি বাগানে নিয়ে প্রদীপ তাকে ধর্ষণ করেন এবং আলা উদ্দিন ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে ওই নারী তাঁদের চোখমুখে বালু ছিটিয়ে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে থানায় হাজির হন এবং মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণ মামলার দুই আসামিকে তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলাটি তদন্তাধীন। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা