হোম > সারা দেশ > সিলেট

চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর খুন

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জে চাচাতো ভাই আশিক আহমদের ছুরিকাঘাতে মনসুর আলম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলার সুলতানপুর ইউনিয়নের মাঝবন্দ গ্রামে এ ঘটনা ঘটে। তাঁরা দুজনেই ওই গ্রামের বাসিন্দা। এর মধ্যে মনসুর আলম ওই গ্রামের আব্দুস ছালামের ছেলে। এ ঘটনায় আশিক আহমদকে আটক করেছে পুলিশ। 

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ির পাশের পুকুরে মাছ ধরা নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আশিক আহমদ ছুরিকাঘাত করে মনসুরকে জখম করেন। পরে স্থানীয়রা জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনসুরকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এ নিয়ে জানতে চাইলে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল আহাদ জানান, মনসুর আলমের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মৃত অবস্থাতেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘খোঁজ নিয়ে জানতে পেরেছি পুকুরে মাছ ধরা নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আশিক আহমদ ছুরিকাঘাত করেন মনসুর আলমকে। এ ঘটনায় আশিক আহমদকে আটক করা হয়েছে। এ নিয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

শাবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বেড়েছে

পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না কলেজছাত্র রিফাতের

সিলেট বার নির্বাচনে ভরাডুবি: জেলা ও মহানগর বিএনপিকে শোকজ

আগামীর বাংলাদেশ হবে খেলাফতের: মামুনুল হক

জগন্নাথপুরে বিএনপি কার্যালয়ে আগুন-ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সেকশন