হোম > সারা দেশ > সিলেট

চিনি ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলীগ নেতা জাহিদুল গ্রেপ্তার, রিমান্ড চায় পুলিশ 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের বিয়ানীবাজারে আলোচিত ট্রাকভর্তি ৪০০ বস্তা চিনি ছিনতাইয়ের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে পৌর শহরের নিদনপুর এলাকায় নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার তাহমিদ নিদনপুর গ্রামের নুরুল হকের ছেলে। তিনি চিনি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি নয় বলে জানায় পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও কল রেকর্ড ফাঁসে সন্দেহের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার তাহমিদকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করবে পুলিশ। 

এর আগে চিনি ছিনতাইয়ের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহমিদ ও সহসভাপতি সফিউল্লাহ সাগরের ফোনালাপ ফাঁস হয়। পরে গত শুক্রবার বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। 

বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সফিউল্লাহ সাগর ও বিয়ানীবাজার পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম সাকেলকে গ্রেপ্তারে বিয়ানীবাজারসহ সিলেটের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালছে বলে জানায় পুলিশ সূত্র। 

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘চিনি ছিনতাইয়ের ঘটনায় সন্দেহের ভিত্তিতে জাহিদুল হক তাহমিদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। আগামীকাল সোমবার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করা হবে।’

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

সেকশন