হোম > সারা দেশ > সিলেট

চিনি ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলীগ নেতা জাহিদুল গ্রেপ্তার, রিমান্ড চায় পুলিশ 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের বিয়ানীবাজারে আলোচিত ট্রাকভর্তি ৪০০ বস্তা চিনি ছিনতাইয়ের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে পৌর শহরের নিদনপুর এলাকায় নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার তাহমিদ নিদনপুর গ্রামের নুরুল হকের ছেলে। তিনি চিনি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি নয় বলে জানায় পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও কল রেকর্ড ফাঁসে সন্দেহের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার তাহমিদকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করবে পুলিশ। 

এর আগে চিনি ছিনতাইয়ের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহমিদ ও সহসভাপতি সফিউল্লাহ সাগরের ফোনালাপ ফাঁস হয়। পরে গত শুক্রবার বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। 

বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সফিউল্লাহ সাগর ও বিয়ানীবাজার পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম সাকেলকে গ্রেপ্তারে বিয়ানীবাজারসহ সিলেটের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালছে বলে জানায় পুলিশ সূত্র। 

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘চিনি ছিনতাইয়ের ঘটনায় সন্দেহের ভিত্তিতে জাহিদুল হক তাহমিদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। আগামীকাল সোমবার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করা হবে।’

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা