হোম > সারা দেশ > সিলেট

সিলেটে এক কেন্দ্রে ৪০ মিনিট ভোট গ্রহণ স্থগিত 

সিলেট প্রতিনিধি

সিলেটের বিয়ানীবাজারে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে প্রশাসন। ঘটনার ৪০ মিনিট পরে ওই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলার শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় ৫ জনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউপএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী শামীম। তিনি জানান, ওই কেন্দ্রে ৪০ মিনিটের মতো ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। পরে রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা মিলে আবার ভোটগ্রহণ চালু করেছেন। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে। কোনো প্রার্থীর সমর্থকেরা ঘটনা ঘটিয়েছেন তা তিনি জানাতে পারেননি।

জানা গেছে, বিয়ানীবাজারের শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়েকজন যুবক জাল ভোট দেওয়ার চেষ্টা করেন ও কিছু ব্যালট পেপার ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা করে ও পাঁচজনকে আটক করে। তবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের ওপর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আটকদের পরিচয় আপাতত আমার জানা নেই। নির্বাচনের ডিউটিতে বাইরে থাকায় পরে জানাতে পারব।’

উল্লেখ্য, বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে মোট ২১ জন প্রার্থী রয়েছেন।

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

সেকশন