Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে যুবদল নেতার ফেসবুক পোস্টে মন্তব্য, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে যুবদল নেতার ফেসবুক পোস্টে মন্তব্য, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে আহত ১০
হবিগঞ্জে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পৌর যুবদলনেতার একটি ফেসবুক পোস্টে মন্তব্যকে কেন্দ্র করে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সংঘর্ষে জড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর সদর থানার সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের সময় পৌর সদর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর যুবদলের সদস্যসচিব আতিক রহমান গত বুধবার তাঁর ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন। তিনি লেখেন, ‘রাজনীতি থেকে ভালো মানুষগুলো স্বেচ্ছায় নিজেকে লুকিয়ে রাখছে শুধু নিম্ন শ্রেণি থেকে উঠে আসা দালাল ও চামচাদের কারণে।’

এই পোস্টের মন্তব্য ঘিরে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাহী রহমান ও সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর আকাশের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাঁরা একে অপরকে সংঘর্ষের জন্য চ্যালেঞ্জ করেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। তাতে অন্তত ১০ জন আহত হন।

হবিগঞ্জে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ। ছবি: সংগৃহীত
হবিগঞ্জে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মাঈদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। আর যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

হাসপাতাল চালুসহ দুই দফা দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সুনামগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

সুনামগঞ্জে বন্যার শঙ্কা, তিন দপ্তরের ছুটি বাতিল

সিলেটে মহিলা আ.লীগ নেত্রী নাজমা গ্রেপ্তার

সিলেটে ট্রাকচাপায় নিহত ২

শাবিপ্রবিতে বাংলা নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রা

নলকূপ থেকে পানি আনতে বাধা, সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

গাজায় গিয়ে চিকিৎসাসেবা করার সহায়তা চেয়ে ১০০ নার্সের স্মারকলিপি

হবিগঞ্জে আ.লীগ নেতা মুকুল কারাগারে

৭ মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার