হোম > সারা দেশ > সিলেট

শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইফতার পার্টি না করার নির্দেশনা

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তরে প্রধানমন্ত্রীর নির্দেশনার উল্লেখ করে এবার ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে আসন্ন রমজান মাসে ক্যাম্পাসে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো।’ 

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রীরে নির্দেশনায় ক্যাম্পাসে ইফতার পার্টি না করার অনুরোধ করা হয়েছে। কেউ যদি অনুরোধ রাখে রাখবে, না রাখলে না রাখবে। শিক্ষার্থীদের ব্যাপারে আমরা কিছু বলব না। তারা ২০–৫০ জন মিলে করলে করুক আমরা অনুমতি দিব। বড় পরিসরে হলে আমরা নিজেরাই করতাম।’ 

বিভিন্ন সংগঠনগুলোর ব্যাপারে তিনি বলেন, ‘ঘরোয়া পরিবেশে সংগঠনগুলো চাইলে ক্যাম্পাসে ইফতার পার্টির আয়োজন করতে পারবে। তবে বড় পরিসরে না করার জন্য অনুরোধ করা হয়েছে।’ 

উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ ব্যতীত ক্যাম্পাসের অভ্যন্তরে ছোট পরিসরে যে কেউ ইফতার মাহফিলের আয়োজন করতে পারবে। তবে এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অর্থ খরচ করা যাবে না। শিক্ষক–শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারীরা নিজেদের ব্যবস্থাপনায় এবং নিজেদের খরচে ছোট পরিসরে ইফতার মাহফিল আয়োজন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রশাসনের কোনো নিষেধাজ্ঞা কিংবা আর্থিক সহযোগিতা থাকবে না।’ 

এদিকে নির্দেশনার সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে অনেকেই বিরূপ মন্তব্য করতে দেখা গেছে। তাঁরা দ্রুত এ নির্দেশনা বাতিলের আহ্বান জানান।

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা