প্রতিনিধি হবিগঞ্জ
হবিগঞ্জের লাখাইয়ে বধুলাল দাশ (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বধুলাল দাশ উপজেলার বুল্লা ইউনিয়নের হেলারকান্দি গ্রামের মহালাল দাশের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল রাতে পাশের বড়কান্দি গ্রামে একটি গানের অনুষ্ঠান ছিল। দেশের বিভিন্ন জেলা থেকে বাউল শিল্পীরা এসে গান পরিবেশন করেন। রাত ২টার দিকে বধুলাল দাশ বাড়ি ফেরার পথে কয়েক ব্যক্তি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত বধুলাল দাশের চাচাতো ভাই প্রমুদ লাল দাশ বলেন, সম্প্রতি একই ইউনিয়নের বাবুল মিয়ার সঙ্গে বধুলাল দাশের তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জেরে গতকাল রাতে বাবুল মিয়াসহ কয়েকজন তাঁকে কুপিয়ে হত্যা করে। সকালে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের হত্যার বিষয়টি নিশ্চিত করেন।