চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) দেশের তৈরি পোশাক খাতের রপ্তানি বেড়েছে ২২ দশমিক ৯ শতাংশ। এর মধ্যে শুধু নভেম্বর মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৩২ দশমিক ৩৪ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য বলছে, গত ২০২০-২০২১ অর্থবছরের পাঁচ মাসের (জুলাই-নভেম্বর) তুলনায় চলতি অর্থবছরের পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) পোশাক রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে ২২ দশমিক ৯ শতাংশ।
তবে চলতি বছরের নভেম্বর মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৩২ দশমিক ৩৪ শতাংশ। এর মধ্যে নিটওয়্যার পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ৩৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং ওভেন পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ৩১ দশমিক ৪৮ শতাংশ।
ইপিবির তথ্য অনুযায়ী, চলতি বছরের নভেম্বর মাসে ৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার সমমূল্যের পোশাক রপ্তানি হয়েছে। ২০২০ সালের একই মাসে রপ্তানির পরিমাণ ছিল ২ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। ফলে আলোচ্য সময়ে প্রবৃদ্ধি হয়েছে ৩২ দশমিক ৩৪ শতাংশ। তবে চলতি বছরের অক্টোবরে ৩ দশমিক ৫০ বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে, যা নভেম্বরে ৩ দশমিক ২৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে। ফলে এক মাসের ব্যবধানে রপ্তানি কমেছে।
এদিকে রপ্তানিকারকেরা বলছেন, গত তিন মাসের প্রবৃদ্ধির ধারা ইতিবাচক হলেও এটা স্থায়ী না-ও হতে পারে। তাঁদের মতে, কোভিডজনিত লকডাউন শিথিল করার কারণে বিগত মাসগুলোতে পোশাকের ব্যবহার ও চাহিদা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া পোশাকপণ্যের রপ্তানি প্রবৃদ্ধি হলেও তা মূলত কাঁচামালের মূল্যবৃদ্ধিজনিত ব্যয়কে সমন্বয় করেছে বলে মনে করছেন তাঁরা।