বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে (বিবিটিএ) ‘৪৯তম ও ৫০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স: সহকারী পরিচালক (জেনারেল)’ এর উদ্বোধনী অনুষ্ঠান গত ২৬ মে ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়।
৪৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রোগ্রাম ডিরেক্টর এবং বিবিটিএর পরিচালক কাকলী জাহান আহ্মেদ-এর সভাপতিত্ত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন একাডেমির নির্বাহী পরিচালক মো. জুলকার নায়েন এবং একাডেমির রিসোর্স পারসন ও নির্বাহী পরিচালক (আইসিটি) মোহাম্মদ জাকির হাসান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিবিটিএর পরিচালক দীপংকর ভট্টাচার্য্য ও ৫০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রোগ্রাম ডিরেক্টর এবং বিবিটিএর পরিচালক দিপ্তী রানী হাজরা।
বিবিটিএ-র বিভিন্ন উইং-এর পরিচালক, অনুষদ সদস্যবৃন্দ ও কর্মকর্তাসহ ৪৯তম ও ৫০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।