
দেশজুড়ে বেকিং প্রতিভার খোঁজে এসিআই ফ্লাওয়ার লিমিটেড আয়োজিত ন্যাশনাল বেকিং প্রতিযোগিতা ‘বেক ইট বেস্ট’ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার এসিআই সেন্টার কনফারেন্স হলে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন এসিআই ফ্লাওয়ার লিমিটেডের বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন মিডিয়া ও কমিউনিকেশন জিএম নাহিদ নেওয়াজ, ইন্টারন্যাশনাল ট্রেইনিং ইনস্টিটিউট অব কালিনারি আর্টসের চেয়ারপারসন নাজমা হুদা এবং প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সদস্য শেফ মোহাম্মদ আবু তালেব ও শেফ আসাদুজ্জামান নুর।
তিনটি রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। প্রথম ভাগে অনলাইন প্রতিযোগীরা ময়দা দিয়ে বেকিং আইটেম তৈরির প্রণালি ও ছবি পাঠাবেন। এর মধ্যে ৫০ জন সেমিফাইনালে উত্তীর্ণ হবেন। তাঁদের মধ্যে সেরা ১০ প্রতিযোগী ঢাকায় ফাইনাল রাউন্ডে লাইভ কুকিংয়ে অংশগ্রহণ করবেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি। বিস্তারিত জানতে এবং প্রতিযোগিতায় অংশ নিতে acibakeitbest.com -ওয়েবসাইট ব্রাউজ করুন।