হোম > অর্থনীতি

ইউসিবি ব্যাংকের ৫ কমিটির নতুন নির্বাচিত চেয়ারম্যান যাঁরা

বিজ্ঞপ্তি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শরীফ জহীর। সম্প্রতি ইউসিবির করপোরেট কার্যালয়ে অনুষ্ঠিত পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. তানভীর খান। 

পর্ষদ সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. সাজ্জাদ হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির প্রধান হয়েছেন মো. ইউসুফ আলী ও অডিট কমিটির প্রধান হয়েছেন চার্টার্ড অ্যাকাউনট্যান্ট ওবায়দুর রহমান এফসিএ। 

ইউসিবির পরিচালনা পর্ষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরীফ জহীর একজন সিআইপি এবং বাংলাদেশে ব্যবসা ও শিল্প খাতে করপোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠার অন্যতম পথপ্রদর্শক। তিনি পোশাক ও বস্ত্র খাতের ব্যবসাপ্রতিষ্ঠান অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তাঁর নেতৃত্বে অনন্ত গ্রুপ ৪০০ মিলিয়ন ডলার বার্ষিক টার্নওভার এবং ৩১ হাজার জনেরও বেশি মানুষের কর্মসংস্থান করেছেন। তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস, অস্টিন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অর্থনীতি ও অর্থশাস্ত্রে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। অনন্ত টেরেসের মতো টেকসই উদ্যোগের প্রতিষ্ঠাতা তিনি। 

জহীর বর্তমানে বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৩-২০২৫ মেয়াদে তিনি ইউসিবির ভাইস চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি প্রখ্যাত শিল্পপতি, সমাজসেবক ও ইউসিবির অন্যতম উদ্যোক্তা মরহুম হুমায়ুন জহীরের ছেলে। 

তানভীর খান জে কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক। তিনি একজন সিআইপি। তিনি ব্যবসায়ী ও ইউসিবির অন্যতম উদ্যোক্তা মো. জাহাঙ্গীর আলম খাঁনের জ্যেষ্ঠ ছেলে। চট্টগ্রামের একটি ৮০ শয্যার জে কে মেমোরিয়াল হাসপাতালের সঙ্গে যুক্ত তানভীর। তিনি চট্টগ্রাম সমিতি-ঢাকা, সাভার গলফ ক্লাব, ঢাকা বোট ক্লাব, বিজিএমইএ অ্যাপারেল ক্লাব এবং গুলশান ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য। বাংলাদেশ–ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিপিসিসিআই) বোর্ডে দায়িত্বও পালন করেছেন। তিনি ২০১৬-১৭ করবর্ষে ৪০ বছরের কম বয়সী সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মানিত হয়েছিলেন। 

সাজ্জাদ হোসেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক, যার ব্যাংকিং ও অর্থনীতির ওপর ব্যাপক জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে। এদিকে ইউসুফ আলীর বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে পরিচালক পদে বর্ণাঢ্য কর্মজীবন রয়েছে। ওবায়দুর রহমান এফসিএ একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। 

দেশের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউসিবি পরিচালনা পর্ষদে দূরদর্শী ও বিচক্ষণ নতুন নেতৃত্ব নিয়ে এসেছে। এই নেতৃত্ব উচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে এমন মান নির্ধারণ করতে চায়, যা অন্যদের জন্য অনুসরণীয় হবে।

ভরসার বিমায় হতাশার ছায়া

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

সেকশন